সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় কম্বল চোরাচালানের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সিলেট-তামাবিল মহাসড়কের পীরেরবাজার পাম্পের সামনে থেকে গ্রেপ্তার হন তাঁরা। এ সময় তাঁদের বহনকারী একটি পিকআপ ভ্যান থেকে ১৯টি অবৈধ কম্বল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার ময়নাহাটি গ্রামের ইমরান ও পূর্ব লক্ষ্মীপ্রসাদ গ্রামের আবদুল্লাহ আল মামুন।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে সিলেটের বটেশ্বর থেকে পীরের বাজারের দিকে যাওয়ার সময় একটি পিকআপভ্যানকে থামার সংকেত দেয় টহল পুলিশ। কিন্তু সংকেত না মেনে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে পীরের বাজার পাম্পের সামনে থেকে গাড়িটিকে আটক করে পুলিশ। এ সময় পিকআপের ভেতর থেকে ১৯টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। এসব কম্বলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৪ হাজার টাকা।