সিলেট নগরী থেকে ইয়াবাসহ হাতেনাতে রোমান মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটের সময় নগরীর ঘাসিটুলা লামাপাড়া এলাকা থেকে লামাবাজার ফাঁড়ি পুলিশ তাকে আটক করে।সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ
আটক রোমান মিয়া (৪২) গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের ইমান আলীর ছেলে। সে বর্তমানে ঘাসিটুলা লামাপাড়ায় ভাড়া থাকতো।
পুলিশ জানায়, রোমান মিয়া মাদক বিক্রির সাথে জড়িত। ১৭ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।