দৈনিকসিলেট ডটকম: সংঘর্ষ, ব্যালট ছিনতাই-এর মতো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। সিলেট বিভাগের ৭৭টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন কেন্দ্র ভোট গননা চলছে এবং ইতমেধ্যে বেসরকারীভাবে অনেক প্রার্থী নির্বাচিত হবার খবর পাওয়া যাচ্ছে। সর্ব শেষ প্রাপ্ত ফলাফলে যারা নির্বাচিত হয়েছেন। তারা হলেন:
বড়লেখা:
তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউপির মধ্যে শুধু বড়লেখা সদর ইউপির ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছালেহ আহমদ জুয়েল বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সিরাজ উদ্দিনকে পরাজিত করে জয়ী হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী দশটি কেন্দ্রে ছালেহ আহমদ জুয়েল নৌকা প্রতীকে পেয়েছেন ৭৬৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজ উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৪৬৯ ভোট।
শ্রীমঙ্গল:
ইমিএম পদ্ধিতে ‘চায়ের দেশ শ্রীমঙ্গল’ পৌরসভার মেয়র পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত সতন্ত্র প্রার্থী শিল্পপতি মহসিন মিয়া মধু।তিনি নারিকেল প্রতীকে ৫ হাজার ৯৮৯ ভোট পেয়েছেন। নির্বাচন তার নিটকতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রার্থী সৈয়দ মনসুরুল হক ৫ হাজার ৫৩২ ভোট পেয়েছেন।
দক্ষিণ সুরমার দাউদপুর:
সিলেট জেলার দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আতিকুল হক আতিক বিজয়ী হয়েছেন।
দক্ষিণ সুরমার লালাবাজার:
দক্ষিণ সুরমার ৬ নং লালাবাজার ইউনিয়নে নৌকার প্রার্থী তোয়াজিদুল হক তুহিন বিজয়ী হয়েছেন।
গোয়াইনঘাটের ডৌবাড়ি:
গোয়াইনঘাটে উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সাবেক (সদ্য বহিষ্কৃত) সম্পাদক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এম নিজাম উদ্দিন বিজয়ী হয়েছেন।
জৈন্তাপুরের দরবস্ত:
জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. বাহারুল আলম বাহার বিজয়ী হয়েছেন।
জৈন্তাপুরের ফতেপুর:
জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিক আহমদ বিজয়ী হয়েছেন।
দক্ষিণ সুরমার সিলাম:
দক্ষিণ সুরমা উপজেলা সিলামে শাহ ওলিদুর রহমান (নৌকা) বিজয়ী হয়েছেন।
জালালপুর:
জালালপুরে ওয়েছ আহমদ (নৌকা) বিজয়ী হয়েছেন।
জৈন্তাপুর:
জৈন্তাপুর ইউনিয়নে ফখরুল ইসলাম (জাপা নেতা ও স্বতন্ত্র প্রার্থী) বিজয়ী হয়েছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন