সিলেটে আন্দোলন ছাড়াই হাফ ভাড়া নগর এক্সপ্রেসের

সিলেটে আন্দোলন ছাড়াই হাফ ভাড়া নগর এক্সপ্রেসের

সিলেটে আন্দোলন ছাড়াই হাফ ভাড়া নগর এক্সপ্রেসেরদৈনিকসিলেট ডেস্ক :সিলেটে হাফ ভাড়ার জন্য আন্দোলন না হলেও শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেবে নগরীতে চলাচলকারী নগর এক্সপ্রেসের ২১টি পরিবহন। এজন্য শিক্ষার্থীদের কাছে পরিচয়পত্র থাকতে হবে।

নগরী ও আশপাশ এলাকায় চলাচলকারী গণপরিবহন নগর এক্সপ্রেস কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছেন।

নগর এক্সপ্রেস মালিক সমিতির সভাপতি ও সিলেট সিটি কাউন্সিলর মখলিছুর রহমান কামরান জানান, হাফ ভাড়ার ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে রাখা হয়েছে। তবে তা শুধু শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার জন্য। তাই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে হাফ ভাড়া কার্যকর হবে না।

সম্প্রতি হাফ ভাড়ার দাবিতে ঢাকায় আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। সেই আন্দোলনের মুখে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি শুরুতে ঢাকায় হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দেয়। কিন্তু শিক্ষার্থীরা সারাদেশে হাফ ভাড়ার দাবি তুলেন।

এর প্রেক্ষিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে সেখানে হাফ ভাড়া নেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।সূত্র:যুগান্তর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এমসি

Explore More Districts