সিলেটে অসহায় মানুষের জন্য নির্মিত হবে মানবিক হাসপাতাল ও আশ্রয়কেন্দ্র

সিলেটে অসহায় মানুষের জন্য নির্মিত হবে মানবিক হাসপাতাল ও আশ্রয়কেন্দ্র

সিলেটে অসহায় মানুষের জন্য নির্মিত হবে মানবিক হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রসিলেট:সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবক ও জনপ্রিয় আইটি উদ্যোক্তা মইনুল বাকর জানিয়েছেন, সিলেটেই নির্মিত হবে অসহায়, দুস্থ, ছিন্নমূল ও বেওয়ারিশ মানুষের জন্য একটি মানবিক হাসপাতাল ও আধুনিক আশ্রয়কেন্দ্র।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিক ও সুধীসমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সভায় সভাপতিত্ব করেন ভাষা সৈনিক অধ্যক্ষ ড. মাসউদ খান এবং সঞ্চালনায় ছিলেন এডভোকেট কবির আহমদ বাবর ।

মইনুল বাকর বলেন, “ঢাকা কিংবা চট্টগ্রাম নয়, এই সেবামূলক প্রকল্প এবার গড়ে তোলা হবে আমাদের নিজ সিলেটেই। যেখানে অসহায় মানুষ পাবেন চিকিৎসা ও আশ্রয়ের নিশ্চয়তা। এ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সকল সহযোগিতা আমি করব।” তিনি আরও বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই, আমার কোনো লাঠিয়াল বাহিনীও নেই। আমি মানুষের জন্য কাজ করতেই দেশে ফিরেছি। নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়—আমি চাই বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমার অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করতে, যাতে মৃত্যুর পরও মানুষ ভালোবাসার সঙ্গে আমাকে স্মরণ করে।”
এ সময় মইনুল বাকর জানান, তিনি নির্বাচন না জিতলেও জন্মভূমির প্রতি দায়বদ্ধতা থেকে মসজিদ, মাদ্রাসা, মন্দির, হাসপাতালসহ অবকাঠামোগত উন্নয়নে সবসময় মানুষের পাশে থাকবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সমাজসেবক আমিনুল ইসলাম ডিনেস, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ, অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক এডভোকেট শাহেদ আলী এবং অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মাসউদ খান বলেন, “একজন ভালো মানুষ বলতে যা বুঝায়, সব গুণই রয়েছে মইনুল বাকরের মধ্যে। এবারের নির্বাচনে তিনি সিলেট-৩ আসনে একটি বড় চমক হতে যাচ্ছেন।”
এর আগে বৃহস্পতিবার দুপুরে, যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মইনুল বাকর।এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘদিন পর এলাকাবাসীর এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “আমি শুধু এমপি হওয়ার জন্য দেশে আসিনি, আমি এসেছি দেশের মাটি ও মানুষের জন্য ইতিবাচক ও কল্যাণমূলক কিছু কাজ করতে।”
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা বলেন, “সাদামাটা মানুষ হয়েও মইনুল বাকর সিলেট-৩ আসনের মানুষের হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছেন। তিনি এ অঞ্চলের উন্নয়নে অবদান রাখতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।”
সভায় আরও উপস্থিত ছিলেন:লেখক নেছার আহমদ, প্রবীণ সমাজসেবী কুটু মিয়া, শিক্ষক আব্দুস শহীদ, সমাজসেবী রাধিকা রঞ্জন পাল, যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ ইসলামুল হক, কাওসার আহমদ, বাবুল মিয়া, মিজান মিয়া, সাইদ আহমদ, মারজান আহমদ, রিয়াদ আহমদ, মুরাদ আহমদ, আজিজুল বারী রিপন প্রমুখ।

Explore More Districts