সিলেটের জালালাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার মধ্যরাতে জালালাবাদ থানাধীন কুমারগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-রুকন মিয়া (২৭), রায়হান আহমদ জিসান (৩৪), মো. রবিউল আলম (২৬), সোহেল আহমদ (৪৮), ও নজরুল ইসলাম (৫০)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতরা সিলেট নগরীতে বিভিন্ন কৌশলে যানবাহনের যাত্রীদের অজ্ঞান করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিত। গোপন সংবাদের ভিত্তিতে কুমারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।