সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া প্রায় ৫০,০০০ ঘনফুট পাথর জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ জানায়, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯ সিপিএসসি সিলেটের একটি টহল দল, সাদা পোশাকের সদস্য ও সিলেট জেলা প্রশাসনের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধোপাগুল এলাকায় অভিযান চালায়। এতে ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়।
র্যাব-৯ জানায়, জব্দকৃত পাথরের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে সিলেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।