সিলেটের বানভাসি মানুষের পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচ

সিলেটের বানভাসি মানুষের পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচ

সিলেটের বানভাসি মানুষের পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচদৈনিকসিলেটডটকম: সিলেটের বানভাসি মানুষের পাশে দাাড়িঁয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ তম ব্যাচ।
শনিবার (২৫ জুন) ,সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রনীখাই ইউনিয়নের সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম বিজয় পাড়ুয়া হাওর, পশ্চিম বনপুর, কামালবস্তি, উতমা, লামাগ্রাম, মাঝরগাও, বরমসিদ্দিপুর, নোয়াগাও গড়–এ খাদ্যসামগ্রী নিয়ে উপস্থিত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচের সিলেট অঞ্চলের প্রাক্তনীরা। সিলেট–কোম্পানীগঞ্জ রাস্তা থেকে প্রায় ১ঘন্টা ইঞ্জিন নৌকায় এখানে পৌঁছাতে হয়, তাই ত্রাণসামগ্রী বিতরণকারীরা এখানে সাধারণত যাননি। সীমান্তবর্তী উঁচু স্থান বলে বন্যার প্রথম দুইদিন ঘরবাড়িতে পানি থাকলেও এখন তা নেমে গেছে। এখানকার মানুষ প্রধানত পাথর কোয়ারির শ্রমিক, দীর্ঘদিন পাথর বালু উত্তোলন বন্ধ তাই এদের কোন কাজ নেই। কৃষিজীবী মানুষের গোলার ধান নষ্ট হয়ে গেছে, এরাও অনেকটা মানবেতর জীবনযাপন যাপন করছেন। দেখা দিয়েছে বিভিন্ন অসুখ। তাই এখন এই এলাকায় প্রয়োজন বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণ, তৈজসপত্র, কৃষকদের কৃষি উপকরণ প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, চিকিৎসা সেবা এবং সর্বোপরি কর্মসংস্থান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচের সিলেট অঞ্চলের প্রাক্তনীদের মধ্যে ছিলেন অধ্যক্ষ মো. আব্দুল জলিল ( সভাপতি , বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, সিলেট জেলা), এডভোকেট মো. আজমল আলী ( আইন বিষয়ক সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগ), মো. আনোয়ারুল আজিম কাজল, অধ্যাপক মো. ইয়াকুত মিয়া সিরাজ। এসময় আরো উপস্থিত ছিলেন ৫নং উত্তর রনীখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন,
সিদ্দিক আলী, জমসিদ আলী, মাকসুদুর রহমান টিপু, আশরাফুল ইসলাম বাবলু, আতহার আজমল রাফি প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এমসি

Explore More Districts