সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ বুধবার (২২ অক্টোবর) বেলা ১২.০০ ঘটিকায় সংক্ষিপ্ত সময়ের জন্য সিলেট রেল স্টেশনের সার্বিক অবস্থা পর্যবেক্ষন করেন। এসময় নেতৃবৃন্দ ট্রেনের টিকেট সহ বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন এবং রেলের টিকেট ও রেলের মান উন্নয়ন নিয়ে যাত্রীদের সাথে আলাপ করেন। নেতৃবৃন্দ রেলের সর্বপ্রকার দুর্ভোগ লাগবে রেল মন্ত্রণালয়, সিলেটের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের দৃষ্টি কামনা করেন। পর্যবেক্ষণ শেষে সিলেট রেলষ্টেশনের প্লাটফর্মে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের রেল সবসময়ই সবচেয়ে নির্ভরযোগ্য ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা। বর্তমানে রেলের অবস্থা খুবই নাজুক। অনিয়ম, অবহেলা, পুরাতন ইঞ্জিন, রেললাইনের সংস্কারবিহীন অবস্থা ও টিকিট কালোবাজারী আমরা সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে। বিশেষ করে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথ মারাত্মক দুর্ঘটনার ঝুঁকিতে। প্রায়শই রেললাইন থেকে বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে। এতে হতাহত ও ক্ষয়ক্ষতি হয় অনেক। বিগত সরকারগুলোর আমলে ও বর্তমানে সময়ে সিলেটের রেল ও রেললাইনের কোনো উন্নয়ন হয়নি। আমরা সিলেটবাসী সবসময় অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। এটি সিলেটবাসীর প্রতি চরম বৈষম্য। আমরা এই বৈষম্য থেকে উদ্ধার পেতে চাই। বক্তারা আরো বলেন, বৃহত্তর সিলেটের চিহ্নিত সমস্যা দূর না হওয়া পর্যন্ত আমরা সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা রাজপথে আছি। রেল শুধু যাতায়াতের জন্য নয়, এটি দেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম মাধ্যম। তাই সিলেটের রেলপথ সংস্কার ও নতুন ট্রেন চালু করার জন্য জোর দাবী জানাচ্ছি।
জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের। এসময় উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মোঃ জুয়েল মিয়া, মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দ, সিলেট নগরপ্রেমী নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজাদ চৌধুরী, শংকর বিশ্বাস, এড. মুহাম্মদ কামাল মিয়া ও শিশু প্রতিনিধি ফয়েজ হাসান।