সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো, ইদলিব ও হামায় বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে শুরুতে পিছু হটলেও পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। তবে ‘মিলিটারি অপারেশন কমান্ড’ নামের বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত লড়াই চলবে। বিদ্রোহীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ বলেছেন, মিত্র রাশিয়া ও ইরানকে নিয়ে সর্বশক্তি দিয়ে লড়বে সরকারি বাহিনী।
সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণ শুরু হয় গত বুধবার। তারা এরপর আলেপ্পোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বিদ্রোহীরা মূলত একটি জোট গঠন করে এ আক্রমণ করেছে। এ জোটের নাম মিলিটারি অপারেশন কমান্ড। তারা ইতিমধ্যে আলেপ্পোর বিমানবন্দরসহ বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। বিদ্রোহের নেতৃত্বে রয়েছে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। সংগঠনটি সিরিয়ায় সাবেক আল–কায়েদার সমর্থনপুষ্ট। এটি আল-নুসরা নামেও পরিচিত। তাদের সঙ্গে যোগ দিয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র–সমর্থিত কয়েকটি গ্রুপ। বিদ্রোহী গ্রুপে আছে তুরস্কভিত্তিক ফ্রি সিরিয়ান আর্মি, কুর্দি যোদ্ধাদের সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের মতো সশস্ত্র গ্রুপ। এ গ্রুপগুলো তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট।


