সিরিজসেরা তাসকিন বললেন, ‘আরও আসবে’

সিরিজসেরা তাসকিন বললেন, ‘আরও আসবে’

তাসকিন চেষ্টা করার কথাটা বলার পর সিরিজসেরার ট্রফিটা উঁচিয়ে ধরে বললেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহতালা আমাকে এই পুরস্কারটি দিয়েছেন সিরিজসেরার। ইনশআল্লাহ, আরও অনেক (পুরস্কার) আসবে। আমি আমার শোল্ডার নিয়ে (কাঁধের চোট কাটিয়ে) টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক চেষ্টা করছিলাম। আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো আছি। আশা করছি, আল্লাহ চাইলে এমন অনেক বড় অর্জন হবে সামনে।’

Explore More Districts