সিরাজদিখানে নারীসহ ওয়ারেন্টভুক্ত ৬ আসামী গ্রেফতার

সিরাজদিখানে নারীসহ ওয়ারেন্টভুক্ত ৬ আসামী গ্রেফতার

আরিফ হোসেন হারিছ
জেলার সিরাজদিখান উপজেলার বিভিন্ন মামলার ৫ জন ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ও একজন নিয়মিত আসামী সহ ৬ জনকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। এরমধ্যে একজন নারী আসামীও রয়েছে।

গেল বৃহস্পতিবার ২৩ জুন দিবাগত রাতে সিরাজদিখান থানার এস.আই অনিল চন্দ্র এর নেতৃত্বে এস.আই কামরুল, এ.এস.আই আমির হোসেন, এ.এস.আই নুরুল ইসলাম সিরাজদিখান উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এই সময় ৬জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের শাহ জামালের মেয়ে মমতাজ (৪৫), বাসাইল ইউনিয়নের গোড়ামারা গ্রামের মৃত মনিন্দ্র চন্দ্র রায়ের ছেলে সুজিত রঞ্জন রায় (৫৭), ইছাপুরা গ্রামের শেখ বাড়ির সোহবান শেখের ছেলে মিলন শেখ (২৯),

বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামের আনোয়ার আলীর ছেলে ইউছুফ আলী (৩৩), বয়রাগাদী ইউনিয়নের ভূইড়া গ্রামের মৃত আ: মান্নান খন্দকারের ছেলে হাবিবুল্লাহ খন্দকার @হাবুল্লা (৪০) ও বড় পাউলদিয়া গ্রামের হাজী শাহ আলমের ছেলে রাহাত@ শশী।

সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৬জনকে গ্রেফতার করা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Explore More Districts