সিরাজদিখানে আজকের পত্রিকার বর্ষপূর্তি উদযাপন

সিরাজদিখানে আজকের পত্রিকার বর্ষপূর্তি উদযাপন




আরিফ হোসেন হারিছ

সিরাজদিখানে দৈনিক আজকের পত্রিকার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বহস্পতিবার ৩০ জুন দুপুর ২টার দিক উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়। দৈনিক আজকের পত্রিকার সিরাজদিখান উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি

হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদর চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান

অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার,উপজেলা স্বাস্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা,থানার ওসি একেএম মিজানুল হক, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল,উপজেলা শিক্ষা অফিসার মো.বেলায়েত হোসেন,রশুনিয়া

ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদসহ আরো অনেকে।

সভায় অতিথিরা দৈনিক আজকের পত্রিকা তার লেখনি দিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।




Explore More Districts