সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী পালন 

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী পালন 

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

 

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৮ আগস্ট) সন্ধ্যায়  সিরাজগঞ্জ শহরের এস. এস. রোডস্থ  জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উক্ত দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান।

বঙ্গবন্ধুর সহধর্মিণী  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর   জীবনের উপর আলোচনা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার।
এসময়ে  আরো বক্তব্যে রাখেন,  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য,বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইসহাক আলী তালুকদার, বীরমুক্তিযোদ্ধা   অ্যাডভোকেট বিমল কুমার দাস, ফিরোজ ভূঁইয়া, পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, যুগ্ন-সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী, ফরিদ আহমেদ পিয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ কায়সার আহমেদ লিটন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল তারা, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী মোঃ আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামী  মহিলালীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনাহেনা,  জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল, যুগ্ন আহবায়ক সঞ্জয় সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন-সাধারণ বিজয় দত্ত অলোক, স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত  সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন, সাধারণ সম্পাদক সুমন রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব এহসান।
বক্তাগণ বলেন,  বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্বাধীনতা যুদ্ধের সময়ে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য সহচর হিসেবে কাজ করছেন।
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ তিনি। বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার সর্বদা উৎসাহ প্রদান করতেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব দেশ ও জাতির মঙ্গলের জন্য নিবেদিত ভাবে কাজ করে নিজেকে উৎসর্গ করে গেছেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর বীরত্ব গাঁথা ভূমিকা পালন কথা ব্যক্ত করেন।

Explore More Districts