সিরাজগঞ্জ কল্যাণীতে মাঠে ফুটবল খেলছিল ছেলে, ডাকতে গিয়ে বজ্রপাতে বাবার মৃত্যু   ! – Sirajganj News 24

সিরাজগঞ্জ কল্যাণীতে মাঠে ফুটবল খেলছিল ছেলে, ডাকতে গিয়ে বজ্রপাতে বাবার মৃত্যু   ! – Sirajganj News 24

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নে কল্যাণী গ্রামে মাঠে ফুটবল খেলছিলো ছেলে তাকে ডাকতে গিয়ে  বজ্রপাতে মিলন শেখ (৩৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এনিয়ে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (১৫ জুন) দুপুরে  কল্যাণী গ্রামের বাড়ির পাশে মাঠে এ বজ্রপাতের  ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন,  বৃষ্টির মধ্যে নিহত মিলনের ছেলে বাড়ির পাশে ফুটবল খেলা করছিল। ছেলেকে ঘরে ডাকার জন্য মিলন বাইরে বের হলে হঠাৎ বজ্রপাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

Explore More Districts