সিরাজগঞ্জ ইলিয়ট ব্রীজে গাড়ীর ছাদখুলে টিকটক করার সময় আঘাত পেয়ে যুবক নিহত ! – Sirajganj News 24

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রীজ (রড়পুল) এ গাড়ীর ছাদখুলে টিকটক করার সময় ব্রীজের লোহার আঘাত পেয়ে রবিউল আজিম তনু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৮ জুন-২০২৪) ভোর ৫ টার দিকে শহরের উক্ত ব্রীজে এ দূর্ঘটনা ঘটে।

নিহত যুবক রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলেরা থানার গোপনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ শহরের এস.এস. রোডের বন্ধু মুখলেসুর রহমানকে সাথে নিয়ে রবিউল আজিম তনু ভোরে একটি প্রাইভেট কার নিয়ে ইলিয়ট ব্রীজের ওপর যান।
এ সময় রবিউল আজিম তনু গাড়ীর ছাদ খুলে দাঁড়িয়ে ইলিয়ট ব্রীজের সৌন্দর্যের ভিডিও টিকটক করাকালে অসাবধানতায় হঠাৎ করে রবিউল আজিম তনু ব্রীজের লোহার পাইপের সঙ্গে জোরে ধাক্কা খায় এতে সে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তার সাথে থাকা বন্ধু রবিউল আজিম তনুকে উদ্ধার করে কাছেই সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

Explore More Districts