আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজগড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্য নিয়ে- সিরাজগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে- র্যালি প্রদর্শন, আলোচনা সভা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে – সংগীত নৃত্য পরিবেশেন, কবিতা পাঠ করা শেষে বিজয়ী প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । সিরাজগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সিরাজগঞ্জ। বাংলাদেশ জাতীয় সমাজসেবা পরিষদ ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ,সিরাজগঞ্জের সহযোগিতায় –
্বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সন্মুখ হতে র্যালি প্রদর্শন শেষে অফিসার্স ক্লাবে এসে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সিভিল সার্জন মোঃ নূরুল আমীন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন এবং অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম।
। এসময়ে অনুষ্ঠানে, এনডিপি’র-উপ-পরিচালক ( এমএন্ডই) কাজী মাসুদজ্জামান, এনডিপি’র প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপ-ব্যবস্থাপক শিপন নাগ, বাগবাটি রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা খাতুন, সহকারী শিক্ষক বিথী সাহা, সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, আলহাজ্ব মফিজ উদ্দিন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, তাড়াশ দোবিলা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক, অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা, সাংবাদিক এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন ।


