সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ পৌর শহরের মুজিব সড়কস্থ শ্রী মহাপ্রভু আখড়া কেন্দ্রীয় মন্দিরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা ও প্রাথনা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৩০ আগস্ট) সকালে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অধীনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠানটি হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বিমল কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পূজা উদযাপনের সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঔক্য পরিষদের সভাপতি এ্যাড: সুকুমার দাস, সাধারণ সম্পাদক নরেশ কুমার ভূমিক, সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর, জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা এ্যাড: রনজিত মন্ডল, জেলা পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটি সদস্য হীরক গুন প্রমূখ।
উল্লেখ, পুরাণ অনুসারে পাঁচ হাজার বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হন শ্রীবিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ। তাঁর আবির্ভাব তিথি প্রতি বছর জন্মাষ্টমী নামে পালিত হয়। কৃষ্ণ জন্মাষ্টমী ছাড়াও এই দিনটি গোকুলাষ্টমী নামেও পরিচিত। এই বছর ৩০ অগাস্ট পালিত হলো কৃষ্ণ জন্মাষ্টমী।