আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জে হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
রবিবার (১৪ডিসেম্বর-২০২৫ খ্রিঃ) সকালে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানের শুরুতে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এঁর সভাপতিত্বে আলোচনা সভায়, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহাবুবর রহমান, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক – মোঃ আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতি’র সভাপতি বিজ্ঞ পাবিলক প্রসিকিউটর সহ অন্যরা বক্তব্যে রাখেন। বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক শক্তিকে ধ্বংস করতেই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। জাতি হিসেবে এই ইতিহাস ভুলে গেলে চলবে না। এ সময় তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

