আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে চিলগাছায়- নারী বান্ধব বাজারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
রবিবার (১২অক্টোবর-২০২৫) সকালে চিলগাছা বটতলা বাজারে এ বাজার উদ্বোধন
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চিলগাছা বাজার কমিটি সভাপতি মোঃ আব্দুল আলীম ফারহাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রতনকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক এবং সিরাজগঞ্জ সদর প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মোঃ মেরাজ হোসেন মেজবাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইদী রহমান, ওয়েলথাঙ্গারহিলফি (WHH) বাংলাদেশ এর কৃষি অর্থনীতি বিশেষজ্ঞ, ড. ফাতিমা নাসরিন জাহান প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রুরাল এডভাইজরী সার্ভিস ফর উইমেন এম্পাওয়ারমেন্ট (RAS4WE) প্রকল্প, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB) প্রকল্প সমন্বয়কারী মোঃ নুরুল ইসলাম, উত্তরণ সিভিল সোসাইটি ও অ্যাডভোকেসি সমন্বয়কারী মোঃ সাইদুর রহমান সরকার এবং জমিদাতা মোঃ সাজেদুল ইসলাম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি আব্দুর রউফ তালুকদার, আইনাল হকসহ নারী উদ্যোক্তা, নারী কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (CSPs) এবং নারী ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (MSMEs)-রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারী বান্ধব এই বাজারের মাধ্যমে এলাকার নারী কৃষক ও উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পণ্য সহজে বিক্রয় ও বিপণন করতে পারবেন। এর ফলে নারীরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হবে, পারিবারিক আয়ে অবদান রাখবে এবং স্থানীয় অর্থনীতিতে তাদের সক্রিয় ভূমিকা বৃদ্ধি পাবে। বাজার ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ বাড়ার পাশাপাশি, নারী উদ্যোক্তারা নতুন বাজার সুযোগ, ক্রেতা-বিক্রেতা নেটওয়ার্ক এবং ব্যবসায়িক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। এই বাজারে বিক্রয়ের জন্য থাকবে— নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক, হস্তশিল্প, জলবায়ু সহনশীল চারা গাছ, সবজি, দেশি মুরগি ও হাঁসের ডিম, খাঁটি সরিষার তেল, আচারসহ বিভিন্ন স্থানীয় পণ্য। এসব পণ্যের মাধ্যমে নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত দ্রব্যের ন্যায্যমূল্য পাবেন এবং ভোক্তারা স্থানীয় ও বিশুদ্ধ পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।
উল্লেখ্য, নারী বান্ধব এই বাজারটি রুরাল এডভাইজরী সার্ভিস ফর উইমেন এম্পাওয়ারমেন্ট (RAS4WE) প্রকল্প এর উদ্যোগে এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB), উত্তরণ ও ওয়েলথাঙ্গারহিলফি (WHH) বাংলাদেশ এর যৌথ বাস্তবায়নে প্রতিষ্ঠিত হয়েছে।

