মো. হোসেন আলী (ছোট্ট)ঃ
সিরাজগঞ্জে লোকজ সাংস্কৃতিক উৎসব ও মাস ব্যাপী বৈশাখী মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) বিকেলে নাট্য নিকেতনের আয়োজনে ও মনিপুরী তাঁতী শিল্প জামদানী ওবেনারসী কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় বিজয় সৌধ (মুক্তির সোপান সংলগ্ন) বাজার স্টেশনে বেলুন উড়িয়ে
বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসব ও বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক
জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামীম তালুকদার লাবু ।
বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসব ও বৈশাখী মেলা ১৪৩১ এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্য নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ গৌর, অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী (ছোট্ট), ও মনিপুরী তাঁতী শিল্প জামদানী ও বেনারসীকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. জান্নাত আরা হেনরী তিনি বলেন, আমরা বাঙালি আমাদের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য আছে। আমাদের সংস্কৃতি যার একটি বড় সমৃদ্ধি আছে। আমাদের সাহিত্যের বিশাল ভাণ্ডার আছে। আমাদের ভাষা হচ্ছে জীবন্ত একটি ভাষা ও গতিশীল। চলার পথে কত রকমের ভাষা থেকে আমরা পছন্দ করে শব্দ নিয়ে নিয়েছি। হাজার হাজার শব্দ। আমরা ফার্সি, আরবি, পর্তুগিজ, জাপানি, চীনা অনেক ভাষা থেকে শব্দ নিয়েছি। বর্তমান প্রযুক্তির যুগে প্রতিনিয়ত নতুন নুতন শব্দ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হচ্ছে।আমরা বাংলা ভাষার ভাঙালি মানুষ এবং যে বাংলায় আমাদের জন্ম। সে বাংলার ভূ-প্রকৃতি এমন নদী বিধৌত শ্যামল বাংলার মানুষ। আমাদের মননে ও হৃদয়ে সব জায়গায় একটি চাপ খুব স্পষ্ট। আমাদের ইতিহাসের প্রায় পুরোটা সময়ই পরাধীন ছিলাম। কিন্তু আমরা স্বাধীন হতে চেয়েছি। বার বার চেয়েছি, বার বার সংগ্রাম করেছি এবং রক্ত দিয়েছি। মাসব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব সফলতা কামনা করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল আই এর সিনিয়র স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, নাট্য নিকেতনের উপদেষ্টা সাংবাদিক হীরক গুণ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জিহাদ আল ইসলাম, প্রমুখ। এছাড়াও সিরাজগঞ্জ সদর উপজেলা ১০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি / সাধারণ সম্পাদকগণ নাট্য নিকেতনের সকল সদেস্য সদেস্যা, ও প্রিন্ট ও ইলেকট্রনিক্সস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ঃ মাসব্যাপী বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসবে সর্বমোট ৩০ টি স্টল রয়েছে।