সিরাজগঞ্জে প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র'র সান্ধকালীন কবিতা আবৃত্তি ও পিঠা উৎসব অনুষ্ঠিত – Sirajganj News 24

সিরাজগঞ্জে প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র'র সান্ধকালীন কবিতা আবৃত্তি ও পিঠা উৎসব অনুষ্ঠিত – Sirajganj News 24

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

 উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে 

সিরাজগঞ্জে প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র’র সান্ধকালীন আয়োজনে  কবিতা পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। 

রবিবার (১২জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বি.এ কলেজ রোডস্থ ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরীতে প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র, সিরাজগঞ্জের সভাপতি তাহমিনা কলি সভাপতিত্বে  নাট্যকার ও লেখক  সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ.কে আজাদ, এর সঞ্চালনায়,  শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন, তরুণ সম্প্রদায়ের পরিচালক সংগঠন মো. ফরিদুল ইসলাম সোহাগ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক সাইদুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ আঞ্জুমান মফিদুল ইসলাম এর ( ভারপ্রাপ্ত) সভাপতি জান্নাতুল ফেরদৌস লুনা,সিরাজগঞ্জ  সম্মিলিত সাংস্কৃতিক জোটের  সাধারণ সম্পাদক  ইমরান মুরাদ, উল্লাপাড়া পৌরসভার সচিব  রফিকুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক কবি ডাঃ নিত্য রঞ্জন পাল, মৃত্তিকা নাট্যশালা সভাপতি বীর মুক্তিযোদ্ধা   আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, সিরাজগঞ্জ নজরুল একাডেমি সভাপতি  ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ রবীন্দ্র সম্মেলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরা, চ্যানেল টুয়েন্টি ফোর সিনিয়র রিপোর্টার সাংস্কৃতিক ব্যক্তিত্ব হীরুকগুণ,  দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না, অরুনিমা সঙ্গীতালয়ের প্রধান পরিচালক বিশিষ্ট কন্ঠ শিল্পী সূর্য বারী,  বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফুলাদ হায়দার খান, লালন একাডেমি সভাপতি নুরুল হুদা, শেকড়ের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম পলাশ, সিরাজগঞ্জ নাট্য নিকেতনে সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী (ছোট্ট) প্রমুখ। 

  অনুষ্ঠানে মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি করে শিক্ষার্থী  উষ্ণ, লুবাবা, আমান বাবু, শশী, রুনি, নুরনবী ইসলাম কাব্য, ফাগুন, তিতলী, সুমাইয়া, আনিকা।

Explore More Districts