সিরাজগঞ্জে নদীগর্ভে যমুনার তীর রক্ষা বাঁধের ৭০ মিটার এলাকায় ভাঙ্গন ! বাঁধ সংস্কারে কাজ করছে সেনাবাহিনী – Sirajganj News 24

সিরাজগঞ্জে নদীগর্ভে যমুনার তীর রক্ষা বাঁধের ৭০ মিটার এলাকায় ভাঙ্গন ! বাঁধ সংস্কারে কাজ করছে সেনাবাহিনী – Sirajganj News 24

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পুরাতন মেঘাই এলাকার যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে ধ্বসে গেছে বাঁধের প্রায় ৭০ মিটার এলাকা। তবে ভাঙ্গন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার কাজিপুর উপজেলাধীন মেঘাই পুরাতন বাঁধ এলাকায় শনিবার (১৪’সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাতভর প্রবল বর্ষণ ও স্রোতের কারণে স্থানীয় বাঁধটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এরপর রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বাঁধটির ৭০ মিটার এলাকা ধসে নদীগর্ভে চলে যায়। খবর পেয়ে সকাল থেকেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙন নিয়ন্ত্রণে স্থানীয়দের সহায়তায় জিও ব্যাগ ডাম্পিং শুরু করেন বগুড়া অঞ্চলের সিরাজগঞ্জ জেলায় দায়িত্বরত ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনাসদস্যদের একটি দল।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, নদীতে পানি কমে চর জেগে ওঠায় পানি বিপৎসীমার অনেক নিচে থাকার পরও প্রবল স্রোত তৈরি হয়ে বাঁধের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। ফলে এরই মধ্যে বাঁধের ৭০ মিটার এলাকা নদীগর্ভে ধসে গেছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে সেখানে দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়। ইতোমধ্যে ভাঙন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও মেরামত কাজে অংশ নেন। আশা করছি সেখানে আর নতুন করে ভাঙ্গনের সম্ভাবনা নেই।

Explore More Districts