র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ০৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ, বিকাল ১৫.২৫ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল, “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সদানন্দপুর (কড্ডার মোড়) সাকিনস্থ নাটোর হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে” একটি অভিযান পরিচালনা করে বাংলাদেশী ১০০০/-(এক হাজার) টাকার নোট ২৯(ঊনত্রিশ)টি, ৫০০/-(পাঁচশত) টাকার নোট ৩১(একত্রিশ)টি, ২০০(দুইশত) টাকার নোট ২০(বিশ)টিসহ সর্বমোট ৪৮,৫০০/-(আটচল্লিশ হাজার পাঁচশত) টাকার মোট ৮০ (আশি) টি জাল নোট সাদৃশ্য বাংলাদেশী টাকা এবং জাল নোট কারবার হতে উপার্জনকৃত বাংলাদেশী ৮,৯৯০/- (আট হাজার নয়শত নব্বই) টাকার মোট ১০১ (একশত এক) টি খাঁটি নোট, ০১টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেলসহ গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত ব্যক্তির বিরুদ্ধে ইতিপূর্বে জাল নোট কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।
২। গ্রেফতারকৃত আসামি ১। আসামি মোঃ রঞ্জু আহমেদ (৪০), পিতা-মৃত আফের প্রামানিক, সাং-বড় হামকুড়িয়া, ইউপি-শিয়ালকোল, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসেবে ক্রয়-বিক্রয় ও লেনদেন করিয়া আসছে।
৪। গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।