সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের  উদ্বোধন – Sirajganj News 24

সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের  উদ্বোধন – Sirajganj News 24

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেবো দল বেঁধে  এই প্রতিপাদ্য নিয়ে – সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে বেলুন উড্ডয়ন করে শুভ উদ্বোধন করা  হয়। 
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ( ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ,স্বাস্থ্যও পরিবার ও কল্যাণ মন্ত্রনালয় এবং সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে  টিকাদান কর্মসূচি ( ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ,স্বাস্থ্যও পরিবার ও কল্যাণ মন্ত্রনালয় এবং সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে,  রোববার (১২ অক্টোবর-২০২৫ খ্রিঃ) সকাল ১০ টায় সিরাজগঞ্জ  শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে- উক্ত অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল আমীন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি  বক্তব্য রাখেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন,  কার্যকর টিকা আবিষ্কারের পরে অনেক রোগ পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব হয়েছে। অতীতে টিকাদান কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের ফলে বাংলাদেশের ইপিআই কার্যক্রম বিশ্বব্যাপী সবসময় প্রশংসিত হয়। আজ থেকে শুরু হওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনও সফল করার বিকল্প নেই। আমাদের মনে রাখতে হবে যে, আজকের সুস্থ শিশু মানেই আগামীর সুস্থ প্রজন্ম ও ভবিষ্যতের দক্ষ নাগরিক।শিশুদের পড়া-লেখার পাশাপাশি  খেলাধূলায় সফল হওয়ার জন্য সুস্থতার বিকল্প নেই। যে সকল শিশু ইতোমধ্যে টিকা পেতে রেজিস্ট্রেশন করেছে তাদের সঠিকভাবে টিকা দিতে হবে। একইসাথে রেজিস্ট্রেশন না করা শিশুদেরকেও রেজিস্ট্রেশন করিয়ে টিকার আওতায় আনতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টাইফয়েড টিকার উল্লেখযোগ্য কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই এবং টিকাটি হালাল সনদপ্রাপ্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   বাংলাদেশ সেনাবাহিনী সিরাজগঞ্জ ক্যাম্পের মেজর মোঃ মারুফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, 
সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ এ.কে.এম ফরহাদ হোসাইন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ ফারুক আহামেদ, উপ-পরিচালকের কার্যালয় সিরাজগঞ্জ  মহিলা অধিদপ্তরের  উপ-পরিচালক কানিজ ফাতেমা প্রমুখ। 
এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক  মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ ড্যাব এর সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ডাঃ এম.এ. লতিফ,  সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কালেক্টর স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ নুসরাত জাহান নিসা প্রমুখ। এসময়ে কোমলমতি শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। 

Explore More Districts