সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক ঃ

“বল বীর বল উন্নত মম শির, শির নেহারী আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, ” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম, শাহাদত বার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৫ তম, মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৭ (আগস্ট) সন্ধায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে নজরুল একাডেমির সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট কে, এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী এহসাক আলী, নজরুল একাডেমির সহ-সভাপতি মোঃ শামিমুর রহমান শামীম, নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখা সন্মানিত নির্বাহী সদস্য নুরে আলম হীরা, মুহিবুর রব মুন্না, সেখ ইমরান মুরাদ, নজরুল একাডেমির গবেষণা সম্পাদক মোঃ নুরুল হুদা, নির্বাহী সদস্য প্রদীপ সাহা, জেলা কালচারাল অফিসার জেলা শিল্প কলা একাডেমি সিরাজগন্জ মাহমুদুল হাসান লালন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ ফুলাদ হায়দার খান, এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জ এর সভাপতি রায়হান কবীর মিঠু, উদীচী শিল্পীগোষ্ঠী সাধারণ সম্পাদক হীরক গুন, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার গৌর, প্রমূখ।

অনুষ্ঠান টি উপস্থাপনা করেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী। অনুষ্ঠান শুরুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস জামে মসজিদের সাবেক পেশ ইমাম আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম সহ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

Explore More Districts