সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে  বীজ ও সার বিতরণের উদ্বোধন – Sirajganj News 24

সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে  বীজ ও সার বিতরণের উদ্বোধন – Sirajganj News 24

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ

২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়-সিরাজগঞ্জ সদর উপজেলার ১৩শতজন  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণেরশুভ উদ্বোধন করা হয়।

এতে প্রতিজন কৃষক ৫‌’কে‌জি বীজ, ১০’কে‌জি ডিএপি সার ও ১০ কে‌জি এমও‌পি সার পাচ্ছেন । সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে বুধবার (২৬ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস চত্বরে সদর উপজেলার কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান  মোঃ জামাত আলী মুন্সী, মহিলাভাইস চেয়ারম্যান মোছাঃ নূরে ফাতিমা প্রমুখ। এ অনুষ্ঠানের সভাপতি ছিলেন,  সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন এবং  স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার সাদাত।  এসময়ে আরও সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ হোসনে আরা, কৃষি সম্প্রসারণকর্মী মোঃ সাইদুজ্জামান ছাবেরী সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার শফিকুর রহমান,  এসএপি‌পিও  মোঃ রেজাউল ক‌রিম, কর্মচারী মোঃ মোস্তা‌ফিজুর রহমান, মোঃ লিখন সরকার, মোঃ হাসেম আকন্দ সহ সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

Explore More Districts