সিরাজগঞ্জে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গ্রেফতার

সিরাজগঞ্জে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গ্রেফতার

সিরাজগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাংচুরের মামলায় শাহজাদপুর উপজেলা যুবদলের সিনিয়ন যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) বিকালে শাহজাদপুর পৌর এলাকার দাবারিয়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল্লাহ আল মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে যুবদল নেতার মুক্তি দাবি করেছেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার।

Explore More Districts