সিরাজগঞ্জে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।  – Sirajganj News 24

সিরাজগঞ্জে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।  – Sirajganj News 24

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় ১,৯৭৭ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা।

সোমবার সকালে  গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব ১২। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ আগষ্ট সকাল সারে ১০ টার সময় র‌্যাব-১২,সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি সাকিনস্থ ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিন পার্শ্বে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে ” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৯শত ৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার ২শত ২০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব আরো জানায়,আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলা থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে পাবনা জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিলো।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, পাবনা জেলার সদর থানার রাধানগর গ্রামের, মৃত আব্দুল জলিলের ছেলে মো. আমিনুল ইসলাম রনি (৪৫), একই থানার দোহারপাড়া গ্রামের, মৃত জহুরুল ইসলামের ছেলে মোঃ রাশেদ রানা (৪২), এবং সুজানগর থানার ভবানিপুর গ্রামের, মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুল মজিদ মন্ডল (৪৮)।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে   বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’র মিডিয়া অফিসার। 

মো. পারভেজ  সরকার। 

রায়গঞ্জ প্রতিনিধি, সিরাজগঞ্জ।

০১-০৮-২০২৫

Explore More Districts