আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায়- আলোচনা সভা অনুষ্ঠিত ও সিরাজগঞ্জ জেলা পর্যায়ে সাফল্যে নারী ক্যাটাগরীতে ৫ জনকে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উদ্যোগে এবং জেলা প্রশাসন সিরাজগঞ্জের সহযোগিতা –
শনিবার (৯ ডিসেম্বর -২০২৩) সকাল ১১ টার দিকে- সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন – অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
স্বাগত বক্তব্যে রাখেন – উপ-পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা।
এসময়ে- উপ-পরিচালক কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফ এবং পরিচালনা করেন, ক্রেডিট সুপার ভাইজার বাবুল আক্তার সহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীগণ,
ব্র্যাক জেলা সমন্বয়ক রইস উদ্দিন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মোঃ মাসুদ রানা সহ অন্যান্য নারী সংগঠন নেতৃবৃন্দ ও নারী উদ্যাক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পর্যায়ে পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতাদের পুরস্কার প্রাপ্ত হন –
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ ” কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চররায়পুর গ্রামের বাসিন্দা শিক্ষিকা ফারজানা হক, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন- সদর উপজেলা হোসেনপুর উত্তর মহল্লার বাসিন্দা, কারু সমন্বয় স্বত্বাধিকারী- জাকিয়া সরকার, সফল জননী নারী ক্যাটাগরীতে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন- কাজিপুর উপজেলার টেংলাহাটার আমনমেহার গ্রামের বাসিন্দা মোছাঃ শামছুন নাহার রহমান, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করছেন যে নারী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হলেন- চৌহালী উপজেলার চৌহালী কলেজ, বৈন্যা গ্রামের বাসিন্দা আমিনা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন- বেলকুচি উপজেলার গাবের পাড়া গাছচাপড়ী গ্রামের বাসিন্দা মোছাঃ আলেয়া খাতুন।