- নারায়ণগঞ্জ, লিড নিউজ
- অভিযানেও নূন্যতম কমেনি পলি গডফাদারদের দৌরাত্ব
সিদ্ধিলগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদককে বহিষ্কার
- আপডেট টাইম : ডিসেম্বর, ১৬, ২০২৪, ২:৪০ অপরাহ্ণ
- 62 পড়েছেন
নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সানারপাড়ে একটি গাড়ি ভাঙচুর ও গণমাধ্যমকর্মীকে মারধরের ঘটনায় বিএনপির সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, দলবল নিয়ে একটি গাড়ি ভাঙচুর ও একজন গনমাধ্যম কর্মীকে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগে ইকবাল হোসেনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা পরিপন্থি। এ জন্য তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় আসিয়ান এসি বাসে এ ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। বাসচালক মো. নয়ন জানায়, যানজটের কারণে ঘন ঘন ব্রেক কষার কারণে যাত্রীরা বিরক্ত হচ্ছিলেন। যাত্রীদের মধ্যে থাকা বিএনপি নেতা ইকবাল হোসেন তাকে গাদাগাল দেয় এবং তার জববে চালক পাল্টা প্রতিক্রিয়া জানালে ইকবাল রেগে গিয়ে দেখে নেয়ার কথা বলে।
পরবর্তীতে, সানারপাড় এলাকায় বাস থামলে সেখানে আগে থেকে থাকা ৩০-৩৫ জন কর্মী বাসে হামলা চালায় এবং চালককে মারধর করে। এসময় মিনহাজ আমান নামের এক গনমাধ্যম কর্মী ঘটনার প্রতিবাদ জানালে তাকে ও শারীরীকভাবে লাঞ্ছিত করে ইকবালের লোকজন।