- Uncategorized
- বন্দরে পুলিশ কর্তৃক যুবককে নির্যাতন
সিদ্ধিরগঞ্জে মনিরের বাড়িতে ভাংচুর ও লুটপাট চালিয়েছে সেলিম গংরা
- আপডেট টাইম : ডিসেম্বর, ১০, ২০২৩, ৬:৩৬ অপরাহ্ণ
- 22 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন:;
নারায়ণগঞ্জের সিদ্ধিরগেঞ্জর পাইনাদী এলাকায় বসত বাড়ী ভাংচুর ও হামলার ঘটনায় নারীসহ আহত ৪জন। রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী সিরজাজের মোড় এলাকায় মনিরের বসত বাড়িতে এ হামলা চালায় প্রতিপক্ষ সেলিম গংরা।
হামলার শিকার মনির হোসেন জানায়, নির্মাণাধীন পৈত্তিক বাড়ীতে নির্মাণ কাজ চলাকালীন সেলিম সহ ১৫/২০ জন দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় স্ত্রী ও ভাগীনাকে মারধর করে নগত টাকা, স্বর্ণালংকার নিয়ে যাওয়ার সময় মোবাইলে ভিডিও করার সময় আমাদের মোবাইল ফোন ও নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভুগী মনির হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত সেলিমকে খুজতে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ—পরিদর্শক (এস আই) মশিউর রহমান নয়ন জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।