- নারায়ণগঞ্জ, শহর
- নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র সহ মাদক এবং মাদক বিক্রির টাকা উদ্ধার: আটক ২
সিদ্ধিরগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট টাইম : জুন, ২৪, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ
- 28 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন: ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩ নং ওয়ার্ডের বাগমারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ পুরিয়া হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ, শাহীনুর আলম।
গ্রেফতারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার বাগমারা বাজার এলাকার মৃত আঃ রহিম বাদশার ছেলে মোঃ সজিব হোসেন (৩০) এবং সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম সানারপাড় মহিলা মেম্বার বাড়ী এলাকার তাজুল ইসলামের ছেলে মোঃ আশিকুল ইসলাম হৃদয় (২৭)।
এবিষয়ে ওসি শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে (২৩ মে) সোমবার রাতে এসআই মোঃ ওয়াসিম আকরাম ও মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানাধীন রহিম বাদশার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৬০ পুরিয়া হেরোইনসহ মোঃ সজিব হোসেন (৩০) ও আশিকুল ইসলাম হৃদয় (২৭) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।