- নারায়ণগঞ্জ, বন্দর, শহরের বাইরে
- কলাগাছিয়া বাজারে আগুন ; ঘন্টাব্যাপী চেষ্টায় নিয়ন্ত্রনে
সিদ্ধিরগঞ্জে ত্রিপল মার্ডারে ব্যবহৃত বটি উদ্ধার
- আপডেট টাইম : এপ্রিল, ১৫, ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ণ
- 19 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ত্রিপল মার্ডারের ঘটনায় অর্থাৎ স্বপ্না ও লামিয়াকে হত্যার ঘটনায় ব্যবহৃত বটি উদ্ধার করেছে পুলিশ । ১৪ এপ্রিল সোমবার সকালে অভিযুক্ত ইয়াসিনের দেখানো মতে পাশের একটি পুকুর থেকে বটি ট উদ্ধার করা হয় । এই বটি দিয়েই নির্মম ভাবে দুই বোনের অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা হয় বলে জানায় ইয়াসিন ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহীনুর আলম হত্যাযজ্ঞে ব্যবহৃত বটিটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বটিটি জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নরী ও এক শিশুর খণ্ডিত বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী ইয়াসিনকে পাচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মোসাঃ মুনমুন আক্তার (৩২), পিতা- আঃ সামাদ, স্বামী মোঃ রুবেল, সাং-মিজমিজি পশ্চিমপাড়া, চেয়ারম্যান বাড়ী,
থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ বাদিনী হয়ে ০৩(তিন) জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় ।
মামলার আসামিরা হলো- নিহত লামিয়ার স্বামী ইয়াসিন (২৪), তার শ্বশুর মো. দুলাল (৫০) এবং তার ননদ মোছা. শিমু (২৭)। তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায়ও বসবাস করেন ।