- নারায়ণগঞ্জ, বন্দর, শহরের বাইরে
- বন্দরে ইলেট্রনিক সামগ্রীর নতুন শোরুমের উদ্বোধন
সিদ্ধিরগঞ্জে গরুর পাইকারের ছেলের মর্মান্তিক মৃত্যু
- আপডেট টাইম : জুন, ৪, ২০২৫, ২:২৩ পূর্বাহ্ণ
- 74 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন: :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কোরবানির পশুর হাটে গরু বিক্রি করতে এসে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছে ১২ বছর বয়সের শিশু। মঙ্গলবার (৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে ডুবে মারা যায় আমির ফয়সাল নামের ওই শিশুটি। ঈদের আনন্দের পরিবর্তে পুরো পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত ফয়সাল ফরিদপুর জেলার সদরপুর থানাধীন ফুলপুর এলাকার ফজলু হাওলাদারের ছেলে। পিতির সাথে গরু বিক্রি করার জন্য ২ জুন মারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের সিআই খোলা এলাকার হাটে এসেছিলো তারা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, ফয়সাল নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে ।