- নারায়ণগঞ্জ, শহরের বাইরে, সারাদেশ
- প্রেজেন্ট টাইমস এর ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিদ্ধিরগঞ্জে ইপিজেড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে গোলাগুলি
- আপডেট টাইম : মার্চ, ৭, ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ
- 50 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে সাংবাদিক সহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। এসময় গুলিবর্ষণের পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল আগুন দেয়া হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সন্ধ্যা পর্যন্ত কয়েকঘন্টাব্যাপী এ সংঘর্ষে চলে। খবরপেয়ে সেনাবাহিনী ও পুলিশ ধাওয়া দিয়ে উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে।
প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আদমজী ইপিজেডের ইউনিভার্সেল নামে একটি গার্মেন্টসে বিএনপি নেতা রুহুল আমিন ঝুট নামাতে গেলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও তাঁর লোকজন রুহুলকে বাঁধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে গুলিবর্ষণ সহ ব্যাপক সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হয়। এসময় ৬টি মোটরসাইকেল পুড়িয়ে ও কয়েকটি ভাংচুর করে এবং দোকানে আগুন দেয়।
জানা গেছে, সাবেক ছাত্রদল নেতা ও গলাকাটা কাশেমের ছেলে রাকিবুর রহমান সাগর ৫ আগষ্টের পর ইপিজেড সহ বিভিন্ন জায়গায় দখল শুরু করে। এর আগেও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনের ছেলে রিফাতের সাথেও ইপিজেড নিয়ে দ্বন্দে জিড়িয়ে পড়ে সাগর। এ নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধনও করে উভয় পক্ষ। শুধু তাই নয় নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিরউর রহমান মতির ভাতিজা পরিচয়ে তার সম্রাজ্যে এখন সাগর নিয়ন্ত্রন করছে বলেও অভিযোগ রয়েছে।