সিএমপির দুই থানায় নতুন ওসি, এক ওসির বদলি – দৈনিক আজাদী

সিএমপির দুই থানায় নতুন ওসি, এক ওসির বদলি – দৈনিক আজাদী

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় নতুন ওসির পদায়ন ও এক থানার ওসিকে বদলি করে সিটিএসবিতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নতুন সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে সিএমপি বাকলিয়া থানার ওসি মো. আফতাব হোসেনকে বদলি করা হয়েছে সিটিএসবিতে, আর বাকলিয়া থানায় নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে মো. ইখতিয়ার উদ্দিনকে।

একই আদেশে পুলিশ পরিদর্শক কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিনকে বন্দর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে জানানো হয়। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের উল্লেখিত স্থানে বদলি বা পদায়ন করা হয়েছে।

Explore More Districts