চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) চট্টগ্রামের গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও সাংগঠনিক হিস্যাসহ ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে এ স্মারকলিপি দেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভসহ কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সিইউজের সিনিয়র সহসভাপতি স ম ইব্রাহিম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।
স্মারকলিপিতে অবিলম্বে সিইউজে কার্যালয় দখলমুক্ত করার দাবির পাশাপাশি চট্টগ্রাম প্রেসক্লাবে সিইউজের সিংহভাগ সদস্য ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার কথা তুলে ধরা হয়।
এ সময় ‘চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্যরাই চট্টগ্রাম প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন’ উল্লেখ করে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ‘সাংবাদিকদের ঐক্য প্রক্রিয়া সিইউজেকে বাদ দিয়ে সম্ভব নয়।’
সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, ‘সিইউজের কার্যালয়ে মহলবিশেষের তালাবদ্ধ করে রাখার ঘটনায় সদস্যসহ কর্মজীবী সাংবাদিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।’
এদিকে, জেলা প্রশাসক ফরিদা খানম সাংবাদিকদের ঐক্য কামনা করে সৃষ্ট পরিস্থিতিতে পহেলা বৈশাখের পর সংশ্লিষ্ট পক্ষের সাথে আলোচনা শেষে সামগ্রিক ঐক্যের উদ্যোগ নেবেন বলে আশ্বস্ত করেন সিইউজে নেতৃবৃন্দকে।
জেএনএন/সিটিজিনিউজ