সিইউএফএলের উৎপাদন আবারও বন্ধ – দৈনিক আজাদী

সিইউএফএলের উৎপাদন আবারও বন্ধ – দৈনিক আজাদী





আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত রাষ্ট্রীয় সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে। ১ বছর পর চালু হওয়া কারখানাটি ২৭ দিন চালুর পর যান্ত্রিক ত্রুটির কারণে গত দুই নভেম্বর থেকে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

সিইউএফএল সূত্রে জানা যায়, দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত ৫ নভেম্বর ভোর ৪ টায় উৎপাদন শুরু হয়। ২৭ দিন পর গত ২ডিসেম্বর বেলা ১১টা ৪০ মিনিটের সময় আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

গত ২০২২ সালের (২২ নভেম্বর) সকাল ৯টার সিইউএফএলের প্রাইমারি রিফরমারি ওয়েস্টেস বয়লারে অগ্নিকাণ্ড, যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটসহ সব মিলিয়ে দীর্ঘ এক বছর কারখানাটির উৎপাদন বন্ধ ছিল।

এ বিষয়ে জানতে চাইলে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গত দুই ডিসেম্বর থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বর্তমানে মেরামত কাজ চলতেছে। আশা করি ২০ ডিসেম্বর উৎপাদনে যেতে পারবো।




Explore More Districts