সায়েম সোবাহান আনভীর হত্যা চেষ্টা- প্রতিবাদে সাভারে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে শিল্পাঞ্চল সাভারে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বাস স্ট্যান্ডে আজ রোববার (৭ নভেম্বর)
সকাল সাড়ে ১১ টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
সাভার প্রেসক্লাবের সদস্য ও নিউজ ২৪ টিভি এবং বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিবেদক নাজমুল হুদার সভাপতিত্বে এ কর্মসূচি থেকে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি আনভীরের নিরাপত্তা জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
স্থানীয় সাংবাদিক সোহেল রানার সঞ্চলনায় বক্তব্য রাখেন সাভার প্রেস ক্লাবের সদস্য ও ভোরের ডাক পত্রিকার সাংবাদিক তোফায়েল হোসেন তোফা সানি, সাংবাদিক রওশন আলী, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক রাজিব মাহমুদ, সাংবাদিক শামীম, সাংবাদিক রিপন মিয়া ও আহমেদ জীবন প্রমুখ।
সাংবাদিক তোফায়েল হোসেন তোফা সানি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ী বান্ধন ও জনবান্ধব। তিনি আইনের শাসন প্রতিষ্ঠা সব সময়ই কাজ করে যাচ্ছেন। এমন পরিস্থিতে দেশের শীর্ষ ব্যবসায়ী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টা কোন ভাবেই মেনে নেয়া যায় না। এর নেপথ্যে সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুনসহ যারা নীল নকশা করছেন তাদের দ্রুত গ্রেফতারের দাবী জানাই। তাদের গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মসূচী চলবে। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর তত্ববোধনে নিরেপক্ষ তদন্ত কার্যক্রম পরিচালিত হউক। অপরাধীর যতই শক্তিশালী হয় না কেন তাদের গ্রেফতার করা হউক।
সাংবাদিক নাজমুল হুদা বলেন, বিশিষ্ট ব্যবসায়ী সায়েম সোবহান আনভীরকে হত্যার নির্দেশদাতা হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানাই। যাতে ব্যবসায়ী মহলে স্বস্তি থাকে।
মানববন্ধনে একাত্ত্বতা প্রকাশ করে আরো বক্তব্য রাখেন সাভারের ব্যবসায়ী নেতা নুর হোসেন, জুলফিকার আলী ভুট্টো, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান সঞ্চয় প্রমুখ।