সাহিত্য একাডেমি চাঁদপুর-এর মাসিক সাহিত্য সভা শুক্রবার

সাহিত্য একাডেমি চাঁদপুর-এর মাসিক সাহিত্য সভা শুক্রবার

সাহিত্য একাডেমি,চাঁদপুর-এর মাসিক সাহিত্য সভা নতুনভাবে শুরু হচ্ছে। আগামীকাল শুক্রবার (২৭ জুন) বিকেল ৫ টায় সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে নবদ্যোমে ১ম সাহিত্য সভা অনুষ্ঠিত হবে।

২১ জুন বরেণ্য কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুবার্ষিকী এবং ২৬ জুন বরেণ্য কথাশিল্পী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী। তাই এবারের সাহিত্য সভায় উল্লেখিত দু’জন বরেণ্য শব্দশিল্পীর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হবে।

সাহিত্য সভায় সকল বয়সের লেখক,সাহিত্যানুরাগীদের জন্য উন্মুক্ত। আগত কবি,কথাসাহিত্যিক, গল্পকার ও বিভিন্ন পর্যায়ের সাহিত্যিকগণ সাহিত্য পাঠ করবেন। তাই আপনিও চলে আসুন আপনার স্বরচিত সাহিত্যকর্ম নিয়ে।
সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির এটিই প্রথম সাহিত্য সভা। তাই এবারের সাহিত্য আড্ডাকে কেন্দ্র করে সাহিত্য একাডেমি প্রাঙ্গণ উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন পরিচালক ( গ্রন্থাগার সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম।

সাহিত্য একাডেমি চাঁদপুর-এর মহাপরিচালক কাদের পলাশ বলেন, নিশ্চয় লেখকদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠবে এবারের সাহিত্য সভা। তিনজনকে দেয়া হবে সেরা আড্ডারু পুরস্কার। স্বরচিত লেখা নিয়ে সাহিত্য একাডেমিতে যথাসময়ে চলে আসার আহ্বান জানান মহাপরিচালক।

৬ জুলাই ২০২৫
এজি

Explore More Districts