সাহস হারাবেন না, সরকার ও সেনাবাহিনী পাশে আছে

সাহস হারাবেন না, সরকার ও  সেনাবাহিনী পাশে আছে

স্টাফ রিপোর্টার
সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন জিওসি ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক বলেছেন, সুনামগঞ্জের বন্যা দুর্গত লাখো মানুষের পাশে একমাস হয় সেনাবাহিনী রয়েছে, যেখানেই খাদ্যের প্রয়োজন, সেখানেই সেনাবাহিনী মমতা নিয়ে পাশে দাঁড়াচ্ছে, সড়কের ভাঙনে কাজ করে চলাচলের কষ্ট দূর করেছে। বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছে। তিনি সকলকে সাহসের সঙ্গে দুর্যোগ মোকাবেলা করাার আহ্বান জানিয়ে বলেন, ‘সাহস হারাবেন না, যতদিন প্রয়োজন সেনাবাহিনী পাশে থাকবে’।
সোমবার বন্যায় ঘর বাড়ি হারানো ৬০ পরিবারকে পুনর্বাসনের জন্য টিনসহ নগদ অর্থ বিতরণকালে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি এমন মন্তব্য করেন। সোমবার সকালে ধর্মপাশা উপজেলার বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০ জন ও বিকালে জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৩০ জনকে পুনর্বাসন সামগ্রী দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কর্নেল কিবরিয়া, কর্নেল কর্নেল মহসিন, স্টাফ অফিসার মেজর জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর আশিক, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মুনতাসির হাসান প্রমুখ।
সুনামগঞ্জের ১১ উপজেলার বন্যা দুর্গত মানুষের পাশে গেল ১৮ জুন থেকে রয়েছে সেনাবাহিনী। বন্যা দুর্গতদের উদ্ধার কাজ থেকে শুরু করে খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা, কাপড়ছোপর দেওয়া থেকে শুরু করে মনোবল বাড়াতে কাজ করছে সেনাবাহিনী সদস্যরা। প্রতিদিনই খাদ্য সহায়তা নিয়ে এলাকায় এলাকায় যাচ্ছেন সেনাবাহিনী সদস্যরা। ঘরবাড়ি হারানো মানুষকে এবার পুনর্বাসনে সহায়তার দেবার কাজ শুরু করেছে সেনাবাহিনী।

Explore More Districts