সালিশ মনঃপুত না হওয়ায় গাজীপুরে ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০ – Daily Gazipur Online

সালিশ মনঃপুত না হওয়ায় গাজীপুরে ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০ – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সালিশি মনঃপুত না হওয়ায় গাজীপুরে ছাত্রদল-যুবদল নেতাসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করেছেন এক এনজিওর মালিক। গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকার একটি সমবায় সমিতির শাখা ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ছাত্রদল ও যুবদলের নেতাসহ ১০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
রোববার (১১ মে) দুপুরে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান।
আটক ব্যক্তিরা হলেন, গাজীপুর মহানগর ছাত্রদলের দফতর সম্পাদক ও সদর উপজেলার ভাওয়াল গাজীপুর গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন (৪০), মহানগর যুবদলের সদস্য ও বাওরাইদ এলাকার বাসিন্দা মকবুল হোসেন (৪৩), ভোলা সদরের ইলিসা গ্রামের মো. জাহাঙ্গীর (৪০), দক্ষিণ সালনা এলাকার কবির হোসেন (৩২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেওলি গ্রামের শফিকুল ইসলাম (৩৬), ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন (৩০), রংপুর কোতয়ালি থানার শাহিন ভূইয়া (৩৭), ভোলার বাগার হাওলা গ্রামের পলাশ হাওলাদার (৩১) ও নীলফামারীর সৈয়দপুর থানার খিয়ারপাড়া গ্রামের রেজাউল করিম (৪২)।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক-যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আবু জাফর
মিডিয়া কর্মীদের জানান,এনজিওর মালিক তার এক কর্মীকে চাকরি দেয়ার সময় সিকিউরিটি হিসেবে ব্লাংক চেক নিয়েছিল। ওই কর্মী কিছুদিন আগে চাকরি ছেড়ে দিলে এনজিও মালিক তার বিরুদ্ধে চেকে ১০,০০০০০ টাকা উল্লেখ করে মামলা দায়ের করে।বিষয়টি নিয়ে ওই এনজিও কর্মী তার এক আত্মীয় বিএনপি নেতার স্মরনাপন্ন হলে স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতারা সালিশ করার জন্য এনজিও অফিসে যায়।সালিশি মনপুত না হওয়ায় এনজিও মালিক তার ভাইকে দিয়ে আইন প্রয়োগকারী সংস্থার লোক নিয়ে আসে।তারা কোনো কথা না শুনে তাদের সবাইকে থানায় হস্তান্তর করে।ঘটনা সম্পর্কে না জেনে মুহুর্তের মধ্যে কয়েকটি টেলিভিশন মিডিয়া যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ এনে নিউজ করে দেয়। মিডিয়ার নিউজ দেখে দলের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে আমাকে তদন্ত করার দায়িত্ব দেয়া হয়।কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই মিডিয়া ট্রায়ালের চাপে ছাত্রদলের অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের আভ্যন্তরীণ মারাত্মক চাপ তৈরি হয়।রাত ১১:৩০ টায় অভিযোগ টি মিথ্যা প্রমানিত হওয়ায় অভিযুক্ত ১০ জনকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের পোড়াবাড়ী হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের শাখা ব্যবস্থাপক সোহেল রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন আটক ব্যক্তিরা। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে যৌথবাহিনী ও গাজীপুর সদর থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে গাজীপুরের পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্পের আশপাশের এলাকা থেকে মহানগর ছাত্রদলের দফতর সম্পাদক বোরহান উদ্দিনসহ ১০ জনকে আটক করে। পরে তাদের গাজীপুর সদর থানায় হস্তন্তর করা হয়।

Print Friendly, PDF & Email

Explore More Districts