- নারায়ণগঞ্জ, শহর
- ফিলিস্তিনিদের গনহত্যার প্রতিবাদে না:গঞ্জে জামায়াতের মিছিল
সার্টিফিকেট হারানোর বিজ্ঞপ্তি
- আপডেট টাইম : মার্চ, ২৬, ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ণ
- 60 পড়েছেন
প্রেস বিজ্ঞপ্তি:
আমি মোঃ সাজু আহমেদ(৪৪)পিতা: মোহাম্মদ কবির উদ্দিন , মাতা,মোসাম্মৎ মুন্নু বেগম, সাং-উত্তর পাড়া গ্রাম: উত্তর পুষনা ,ইউনিয়ন-/ওয়ার্ড -কিশোরগঞ্জ, থানা-কিশোরগঞ্জ জেলা-নীলফামারী ও ঠিকানা(বতর্মান)গ্রাম-আদমজিনগর, ইউনিয়ন /ওয়ার্ড নং:০৬ থানা -সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
এ মর্মে জানাচ্ছি যে, ২০ মার্চ ২০২৫ গত রোজ বৃহস্পতিবার,সকাল ১০:০০ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ওয়ার্ড নং..০৬ ইউনিয়ন /ওয়ার্ড এর আদমজিনগর এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে H.S.C পাশের মূল সনদপত্র হারিয়ে গেছে। নিচে আমার ডকুমেন্টের বিস্তারিত বিবরণ
বর্ণিত সার্টিফিকেটটি আদমজিনগর বাসস্ট্যান্ড এলাকায় নিজের অজান্তে হারিয়ে যায়। সম্ভাবা সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি যদি কোন হৃদয়বান ব্যক্তি সার্টিফিকেটটি পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে মোবাইল নাম্বার ০১৭৩৭১৭৬২৭৭