এই ছাত্রনেতা বলেন, শেখ হাসিনা তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ফ্যাব্রিকেট করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে বসিয়েছেন। তাঁর নিয়োগ পুনর্বিবেচনা করার জন্য বলা হয়েছে।
উমামা বলেন, ‘তরুণেরা একেকজন একেক জায়গা থেকে নিজেদের কথা বলেছে। তবে সবার কথায় যেটা এসেছে, সেটা হচ্ছে, এখানে তরুণেরা একটা জেনারেশন ট্রমা ফেস করেছে, শিক্ষার্থীরা রাস্তায় যুদ্ধ করেছে। আওয়ামী লীগের বিচার যেন সঠিকভাবে হয় সে জন্য জাতিসংঘ আমাদের কোনোভাবে গাইড করতে পারে কি না এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের বিষয় নেওয়া যায় কি না।’
উমামা আরও বলেন, ভারতের আশ্রয়ে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আবার ভারতের সঙ্গে বাংলাদেশেরও একটা সম্পর্ক আছে। পাশাপাশি সীমান্তে যে হত্যা হচ্ছে সেগুলো বন্ধের প্রসঙ্গও উঠে এসেছে।