ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহনে তল্লাশি চালানোর সময় হাইওয়ে পুলিশের হাতে ধরা পড়েছে ৬ হাজার ৮২০ কেজি ওজনের নিষিদ্ধ পলিথিন। এসময় পলিথিন বাহনকারী একটি কাভার্ড ভ্যানসহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে মহাসড়কের সাভার বলিয়ারপুর ইউটার্ন এলাকায় কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি করে পুলিশ।
গ্রেফতারকৃত হলেন, গাড়িটির চালক কুড়িগ্রাম জেলার শাহাবুল আলম ও চালকের সহকারী মো আইয়ুব আলী। এসময় গাড়ি থেকে ২৭৫ বস্তায় বিভিন্ন সাইজের ৬ হাজার ৮২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়৷ পলিথিন বোঝাই গাড়িটি ঢাকার চকবাজার থেকে রাজশাহী যাচ্ছিল। গাড়িটিও জব্দ করা হয়েছে।
সাভার হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গাড়িতে তল্লাশি করার সময় কাভার্ড ভ্যানটি ধরা পড়েছে। পরে হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, আমরা আসামীদের সাভার থানায় হস্তান্তর করেছি। আশা করছি তদন্ত স্বাপেক্ষে পলিথিনের মূল চক্রের তথ্য পাওয়া যাবে। আসামীদের আগামীকাল আদালতে পাঠাবে সাভার থানা পুলিশ।