সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শালা-দুলাভাইয়ের মৃত্যু

সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শালা-দুলাভাইয়ের মৃত্যু

সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শালা-দুলাভাইয়ের মৃত্যু

জাহিদুল ইসলাম অনিক, নিজস্ব প্রতিবেদক: সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা তুলাতুলী গ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শালা-দুলাভাইয়ের মৃত্যূ হয়েছে।

মৃতরা হলেন, মো: সোহেল চৌধুরী (৪০) ও সোহেল রানা (৪২)। তারা সম্পর্কে শালা-দুলাভাই।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বাড়ীর নতুন সেপটিক ট্যাংক দীর্ঘ দিন মুখ বন্ধ অবস্থায় পড়ে থাকলে ট্যাংক করার সময়কার ময়লা পরিষ্কার করার জন্য দুপুরে প্রথমে দুলাভাই সোহেল রানা ট্যাংকির মুখ খুলে ভেতরে নামলে আর উঠে আসেনি। পরে শালা সোহেল চৌধুরী তাকে উদ্ধারের জন্য ট্যাংকির ভেতর নামলে তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস শালা-দুলাভাইকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

দীর্ঘ দিন মুখ বন্ধ থাকায় সেপটিক ট্যাংকির মুখ খোলার পর ভেতরে জমে থাকা গ্যাসে তাদের মৃত্যু হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

সাভার মডেল থানা ও ভার্কুতা ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ্আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, লাশ দু’টি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Explore More Districts