সাভারে উৎসব মুখর পরিবেশে ক্লাসে ফিরলো শিক্ষার্থীরা
দীর্ঘ দেড় বছর পর সাভারের শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে ফিরলো। রোববার সকালে সাভারের বিভিন্ন অলিগলিতে ছাত্র-ছাত্রীদের পদচালনায় মুখরিত হয়ে উঠে। স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনামোতাবেক ছাত্র-ছাত্রীরা কেউ অভিভাবকদের সাথে, কেউ সহপাঠীদের সাথে, কেউ বা একাকি স্কুল কলেজে যেতে দেখা যায়।
সরেজমিন ঘুরে দেখা যায়, সাভার পৌর এলাকার শাহীবাগে সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেনের নেতৃত্বে শিক্ষকরা কলেজ আঙ্গিণায় প্রবেশ করলে ক্লাসে যাওয়ার আগে প্রতিটি ছাত্র-ছাত্রীরকে গোলাপ ফুল, রজনিগন্ধা ও গ্লাডিওলাস ফুলের স্টিক দিয়ে বরণ করে নেন। এতে করে শিক্ষার্থীরা উৎসাহিত হন।
কলেজের ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্রী ইসরাত জাহান ইশা জানান দীর্ঘ দিন আমাদের কলেজ বন্ধ ছিল, কলেজে এসে পেরে আমার অনেক ভাল লেগেছে। শিক্ষক-শিক্ষিকা ও বান্ধবীদের সাথে হয়ে মন প্রফুল্ল হয়ে গেলো।
অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন জানান, স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা মোতাবেক আমরা কলেজে স্বশরীরে ক্লাস শুরু করেছি। আশা রাখি ছাত্র-ছাত্রীরা ও অভিভাবকগণ সরকারের নির্দেশনা মেনে চললে শিক্ষাকার্যক্রম আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো।