সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪

সাভারে  ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪

সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪

সাভার উপজেলার আশুলিয়ায় অভিযান চালিয়ে এক হাজার ২৮৪ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। আজ বুধবার ভোরে আশুলিয়ার মধ্য চারাবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, আশুলিয়ার মধ্য চারাবাগ এলাকায় মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম ও শরীফুল ইসলাম ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই দুই মাদক ব্যবসায়ীকে তল্লাশি করে তাদের কাছ থেকে এক হাজার ২৮৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬২০ টাকাও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা বেশ কিছুদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশলে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তারা আরও কোনো অপরাধের সাথে জড়িত কি না সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Explore More Districts