সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি সাবেক শিল্পমন্ত্রী ও কারাবন্দী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুকে কেন্দ্র করে একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ কারা কর্তৃপক্ষ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যে ছবিটি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর ও অসত্য।